করোনা আতংকে পড়ুয়াদের হাতে স্ট্যাম্প মেরে বলা হচ্ছে -উঠিয়ে দেখাও
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসের আবহে বাচ্চাদের বার বার হাত ধোয়াতে গেলে বেশ সমস্যায় পড়তে হয়। যে কারণে এক অভিনব পন্থা নিয়েছে ছোটদের একটি স্কুল। পড়ুয়াদের হাতে স্ট্যাম্প মেরে দিয়ে তাদের বলা হচ্ছে দিনের শেষে হাতের কালি তুলে দেখাতে। এভাবেই করোনা ভাইরাসের থাবা থেকে বাচ্চাদের দূরে রাখার চেষ্টা করছে স্কুল কতৃপক্ষ।
‘মিসেস উডস’ নামে মার্কিন মুলুকের একটি স্কুলের তৃতীয় শ্রেণির পড়ুয়াদের হাতে স্কুলের রাবার স্ট্যাম্প মারতে দেখা যাচ্ছে। সেই ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘জীবাণু দূরে রাখতে সব রকম চেষ্টা চলছে।’হাত ধুয়ে দাগ উঠিয়ে দিতে পারলেই মিলছে বিশেষ পুরস্কার।