November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

লক্ষ-লক্ষ প্রাণ নিলেও এনার মৃত্যু ঠেকিয়ে দিল করোনা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিলেও নিশ্চিত মৃত্যুর হাত থেকে একজনের প্রাণ বাঁচিয়ে তার কাছে অমৃত সমান হয়ে দাঁড়িয়েছে। করোনার কারণে ড্যানিয়েল লুইস লি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিত করেছে মার্কিন আদালত। এখানে গত ১৭ বছরের মধ্যে এই প্রথম কারো মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত হলো।

আমেরিকার ওকলাহোমা রাজ্যের ইউকোনের বাসিন্দা ডানিয়েল লি ১৯৯৬ সালে আরকানসাসে একই পরিবারের তিনজনকে খুন করেন। তার হাতে খুন হন আরকানসাসের অস্ত্র বিক্রেতা উইলিয়াম মুয়েলার, তার স্ত্রী ন্যান্সি ও তাদের একমাত্র মেয়ে অষ্টাদশী সারাহ পাওয়েল।

এই খুনের দায়ে লির মৃত্যুদণ্ড হয়। আগামীকাল সোমবার ইন্ডিয়ানার টেরে হাউতি কারাগারে লির মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণ ঠিক করা ছিল। রায় ছিল, বিষাক্ত ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ৪৭ বছরের লির।

তবে তার স্বজনরা আদালতকে জানিয়েছেন, করোনা মহামারির কারণে লিকে শেষ দেখার জন্য তারা আসতে পারছেন না। স্বজনদের আবেদন বিবেচনায় নিয়ে মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করেছেন ইন্ডিয়ানার ফেডারেল জজ। চিফ ডিস্ট্রিক্ট জজ জেন মাগুনাস রুলে বলেন, লির মৃত্যুদণ্ড স্থগিত থাকবে। যেহেতু তার পরিবার তার সঙ্গে শেষ দেখা করতে চায় এবং করোনা মহামারির কারণে তারা আসতে পারছে না।

তবে জেলা জজের এ রুলের পর যুক্তরাষ্ট্রের জাস্টিজ ডিপার্টমেন্ট সপ্তম ইউএস সার্কিট আদালতে আপিল করেছে। অ্যার্টনি জেনারেল উইলিয়াম বার বলেছেন, খুনির মৃত্যুদণ্ড স্থগিত হয়ে যাক, তা চায় না ভুক্তভোগী পরিবার।

Related Posts

Leave a Reply