বিয়ের কার্ডে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন নবদম্পতির
কলকাতা টাইমস :
বিজেপির প্রচারে সবসময় কিছু না কিছু নতুনত্ব থাকে। সেই নতুনত্বই এবার দেখা গেল গুজরাটের দুটি বিয়ের কার্ডে। বেশ কিছু লোক তাদের বিয়ের কার্ডে নতুনত্ব রাখার চেষ্টা করেন। কিন্তু তাই বলে বিয়ের কার্ড ছাপিয়ে অথিদের কাছ থেকে ভোট চাওয়া! এই বিয়ের কার্ড নিয়ে আলোচনা শুরু হয়েছে সমগ্র ভারত জুড়ে। কারণ সেই বিয়ের কার্ডে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করা হয়েছে অতিথিদের কাছে। একটি বিয়ে চলতি মাসের ১১ তারিখে। অপরটি হবে পরের মাসের ১০ তারিখে।
এর আগে দক্ষিণ ভারতের এক শহরে এই ধরনের কার্ড দেখা গিয়েছিল। সেখানে বিয়ের কার্ডে বিজেপিকে ভোট দিয়ে জেতানোর আবেদন করা হয়েছিল।অন্য একটি ঘটনাও ঘটেছে বিয়ের কার্ড নিয়ে। সেখানেও অবশ্য জড়িত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিয়ের কার্ডে মোদীর স্বচ্ছ ভারত অভিযানের প্রচার চালানো হয়েছিল। সেই কার্ডটি টুইট করে পাত্রীর ভাই মোদীকে ট্যাগ করে দিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই টুইট শেয়ারও করা হয়েছিল। আরও বড় বিষয় হচ্ছে সেই পাত্রীর ভাইকে টুইটারে ফলো করাও শুরু করেছিলেন মোদি।