September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নওয়াজ শরিফের জামিনের আবেদন স্থগিত করে দিলো আদালত 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার কন্যা মরিয়ম নির্বাচনের আগে কোনোভাবেই ছাড়া পাচ্ছেন না। তাদের জামিনের আবেদনের শুনানি স্থগিত করে দেওয়া হয়েছে।

আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। ইসলামাবাদ হাইকোর্ট মঙ্গলবার জানিয়েছে, জুলাই মাসে শরিফদের আবেদন শোনা হবে না। এর ফলে নওয়াজ শরিফ ও তার কন্যা মরিয়ম নওয়াজ ও জামাই মহম্মদ সফদরকে জেলেই থাকতে হবে। সোমবার নওয়াজ শরিফ ‘অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলা’র রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন। একই সঙ্গে তার মেয়ে মরিয়ম নওয়াজ এবং তার স্বামী সফদরও রায়ের বিরুদ্ধে আপিল করেন।

গত ৬ জুলাই অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের জন্য কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই মামলায় মরিয়মকে সাত বছর ও সফদরকে এক বছর কারবাসের সাজা ঘোষণা করা হয়। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী নওয়াজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে। আপিলের শুনানি না হলেও, জুলাইয়েই পাকিস্তানের দুর্নীতি দমন শাখার দায়ের করা মামলায় বিচারের মুখে পড়তে পারে নওয়াজ পরিবার।

 

Related Posts

Leave a Reply