দুই প্রতারককে ১,১৪৬ বছরের জন্য কারাদণ্ডের সাজা দিলো আদালত !
কলকাতা টাইমসঃ
১,১৪৬ বছরের কারাদণ্ড! গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে এক রেস্তোরার দুই মালিককে এমনটাই সাজা শোনালো আদালত। থাইল্যান্ডে ‘লায়েমগেট’ নামে একটি রেস্তারাঁ চালান আপিচার্ট বোওয়ার্নবানচারাক এবং প্রাপাস্যর্ন বোওয়ার্নবানচারাক নামে দুই ব্যক্তি। তাদের বিরুদ্ধে অভিযোগ গত বছর অনলাইনে লোভনীয় অফার দিয়ে প্রায় ২০ হাজার মানুষকে ফুড ভাউচার বিক্রি করেন তারা। যার মূল্য ছিল ৫ কোটি থাই বাথ বা ১৬ লাখ মার্কিন ডলার।
এত মানুষকে সস্তায় খাবার জোগাতে গিয়ে বিপুল লসের সম্মুখীন হয় তারা। বাধ্য হন রেস্তোরাঁট বন্ধ করে দিতে। পরে অর্থ ফিরিয়ে দেওয়ার কথা বললেও ৮১৮ জন অভিযোগকারীর মধ্যে ৩৭৫ জন তাদের অর্থ ফিরে পায়। বেশ কয়েকশো অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ।
আদালতে ৭২৩ টি আলাদা আলাদা ধারায় দোষী সাব্যস্ত হন দুই ব্যবসায়ী। তাদের ১,৪৪৬ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক। তবে তারা দোষ স্বীকার করায় আদালত তাদের সাজার মেয়াদ অর্ধেক কমিয়ে ৭২৩ বছর করে দেন। থাই আইন অনুযায়ী গণ অভিযোগের কারণে তাদের এই দীর্ঘ ৭২৩ বছরের কারাদন্ড। আদতে সেদেশে সবোর্চ্চ ২০ বছর পর্যন্ত জেল বন্দি রাখা যায় কোনো অপরাধীকে।