কোভিড -১৯ একই দিনে প্রাণ কেড়ে নিলো ৫ চিকিৎসকের
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসের তাণ্ডবে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে ইতালিতে।সেখানে মাত্র একদিনেই ৫ চিকিৎসকের প্রাণ কেড়েনিলো এই প্রাণঘাতী ভাইরাস। এরা প্রত্যেকেই বৃহস্পতিবার মারা যান বলে জানিয়েছে ন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল অর্ডার। শুধু মাত্র বৃহস্পতিবার একদিনেই ইতালিতে মোট ৪২৭ জন মারা গিয়েছেন। দেশে মোট মৃতের সংখ্যা ৩,৪০৫ জন।
মৃত পাঁচ ডাক্তাররা হলেন- ক্রেমা হাসপাতালেরপ্রাক্তন ডিরেক্টার লুইজি আবলন্ডি, ক্রিমোনার হাসপাতালের চিকিৎসক জিউসেপ ফিনজি, বার্গামোর চিকিৎসক আন্তোনিও বাট্টাফুওকো, জিউসেপ্প লানাটি এবং লুইজি ফ্রুসিয়ান্তে। এখনো পর্যন্ত ১৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ইতালিতে। মৃতের সংখ্যার নিরিখে চীনকেও ছাপিয়ে গেল ইতালি। চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় সোয়া ৩ হাজার মানুষ।