প্রতি বছরই নিতে হবে কোভিড ভ্যাকসিন !
কলকাতা টাইমসঃ
প্রতি বছরই নিতে হতে পারে করোনা ভ্যাকসিন! এমনটাই দাবি করলেন ‘ফাইজার’-এর সিইও অ্যালবার্ট বৌরলা। তিনি মনে করেন, আগামী এক বছরের মধ্যে জীবন স্বাভাবিক পর্যায়ে ফিরবে। একই সঙ্গে নতুন ভ্যারিয়েন্টের কথা মাথায় রেখে বলতে পারি ভ্যাকসিন ছাড়া জীবনযাপন করার সম্বভনা কম।
ফাইজারের তরফে তিনি আরও বলেন, আমাদের টিকাগুলো প্রাথমিক ভাবে এক বছর যাবৎ সুরক্ষা দিতে সক্ষম। পরিস্থিতি অনুকূল না হলে, আমাদের প্রতি বছরই ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হতে পারে। পরিস্থিতি পর্যালোচনা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব।