কাঠ নয় দেহ পোড়ান গোবরে, মন্ত্রীর বিধান
কলকাতা টাইমস :
মৃতদেহ পোড়ানোর জন্য কাঠ ব্যবহার না করে গোবর দিয়ে তৈরি জৈব জ্বালানি এবং পেলেটস ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি। কারণ হিসাবে মন্ত্রী জানিয়েছেন, কাঠ ব্যবহারের ফলে দূষণ মাত্রাতিরিক্তভাবে বাড়ছে। সে কারণে রাজ্যবাসীর কাছে বিজেপি নেতার আর্জি পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করুন। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।
গোকুলানন্দ আরও জানিয়েছেন, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরীর স্বর্গদ্বার পরিচালনা কমিটির সঙ্গে কথা বলার পরই বিষয়টি নিশ্চিত হবে। তাঁর মতে, একটি কমিটি তৈরির ভাবনাচিন্তা করছে মোহন চরণ মাঝির সরকার। কমিটিতে উপ মুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা ছাড়াও সিনিয়র মন্ত্রীরা থাকবেন বলে খবর।
মন্ত্রী মনে করিয়ে দেন, গোবর এবং গোমূত্রের ব্যবহার যাতে সুষ্ঠুভাবে হয় সে জন্য রাজ্যে গরু পালনে বেশি করে জোর দিতে হবে।
উল্লেখ্য, হিন্দু শাস্ত্র মতে, স্বর্গদ্বারকে শ্মশান হিসাবে অত্যন্ত শুভ স্থান বলে মনে করা হয়। প্রতিদিন ৪০টির বেশি মৃতদেহ সৎকার করা হয় সেখানে।