ফটোশপে চেকবুক তৈরী করে সেই চেক দিয়ে পোর্সে কার, গোল্ডেন রোলেক্স !
কলকাতা টাইমসঃ
বাড়িতে বসেই ফটোশপের মাধ্যমে তৈরী করে ফেললেন হুবহু আসলের মতন দেখতে নকল কিছু ‘চেক’। সেই চেক দিয়েই এবার একের পর এক বিলাসবহুল সামগ্রী কিনতে বেড়িয়ে পড়লেন ওই প্রতারক। প্রথমে ওই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের ওকালুসা অঞ্চলের একটি পোর্সে গাড়ির শোরুমে গিয়ে পছন্দ করে ফেলেন পোর্সে ৯১১ টার্বো মডেলের একটি গাড়ি। ১ কোটি টাকার চেক ডিলারের হাতে দিয়ে গাড়িটির ডেলিভারিও নিয়ে নেন তিনি। ডিলার বেচারা ঘুনাক্ষরেও বুঝতে পারেননি চেকটা আসলে জাল।
এরপর তিনি উদয় হন মিরামার সমুদ্রতটের কাছে একটি গয়নার শোরুমে, সেখানে তিনি তিনটি রোলেক্স ঘড়ি কিনে ওই জাল চেকেই দাম মেটান। ঘড়ি বিক্রেতা প্রতারককে বলেন, চেক ক্যাশ হওয়ার পরই ঘড়ি হস্তান্তর করা হবে। চেক ব্যাংকে জমা পড়তেই বেড়িয়ে আসে আসল তথ্য। একই ভাবে গাড়ির ডিলারও ব্যাংকে গিয়ে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।
খবর যায় পুলিশে। পুলিশ এসে গ্রেফতার করে ফ্লোরিডার বাসিন্দা ওই ব্যক্তি ক্যাসে উইলিয়াম কেল্লেকে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে বাড়িতে বসেই চেক বুক ছাপিয়ে তার বিলাসবহুল শখ পূরণের কাজে নেমে পড়েন ক্যাসে।