বিপুল কর্মী ছাটাই, সঙ্গে ৮০ শতাংশ বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসের কারণে এবার বিপুল পরিমান কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। একই সঙ্গে কেটে নেওয়া হবে বোর্ড কর্তাদের পারিশ্রমিক। আগামী ২৭ এপ্রিল থেকে বোর্ডের অধিকাংশ কর্মী ছাঁটাই করার রাস্তায় হাটছে অস্ট্রেলিয়া।
শুধুমাত্র কর্মী ছাঁটাই নয়, আগামী ৩ মাস অর্থাৎ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বোর্ড কর্তাদের ৮০ শতাংশ বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিপুল পরিমাণ রাজস্ব হারানোর কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।