করোনা মোকাবেলায় ভারতকে ৩৭ লক্ষ টাকার অনুদান ক্রিকেট অস্ট্রেলিয়ার

কলকাতা টাইমসঃ
এবার ভারতের করোনা যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতকে প্রায় ৩৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলো তারা। মূলত পিএম কেয়ার ফান্ডের মাধ্যমে এই সাহায্যের অঙ্গীকার করে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, ‘ইউনিসেফ অস্ট্রেলিয়া’ও ভারতের করোনা যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চলেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড কর্তা নিক হকলি জানান, “অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে ক্রিকেট বন্ধুত্ব দীর্ঘদিনের। দিনকয়েক আগে প্যাট কামিন্স এবং ব্রেট লি যেভাবে ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছেন তা দেখে আমরা মুগ্ধ।”