ব্রিসবেনের দর্শকদের করা বার্তা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া
কলকাতা টাইমসঃ
ব্রিসবেনের দর্শকদের করা বার্তা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। খেলা দেখুন। উপভোগ করুন। কোনোরকম বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য করলেই ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে মাঠ থেকে। দর্শকদের প্রতি এমনটাই বার্তা দিলো অস্ট্রেলিয়ান ক্রিকেট কতৃপক্ষ। বলা হয়েছে, সিডনি টেস্টে যা হয়েছে, সেটা ব্রিসবেনে কোনোভাবে বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, এই টেস্টে মাত্র ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
সিডনি টেস্ট চলাকালীন একাধিকদিন বর্ণবিদ্বেষীমূলক মন্তব্যের মুখে পড়তে হয়েছিল ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে। যার ফলে নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে ব্রিসব্রেন কর্তৃপক্ষ। কেবল ব্রিসবেন কর্তৃপক্ষই নয়, অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইনও পরিষ্কার জানিয়ে দেন, ‘মাঠে আসুন ক্রিকেটকে উপভোগ করুন। কিন্তু বর্ণবিদ্বেষী ভাবনা একেবারে স্টেডিয়াম গেটের বাইরে রেখে মাঠে ঢুকুন।’