বিশ্ব ক্রিকেটে যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া
কলকাতা টাইমসঃ
বিশ্ব ক্রিকেটে যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আলাদা আলাদা ফরম্যাটে আলাদা অধিনায়কের নজির রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এবার একই ভাবে আলাদ আলাদা কোচ নিয়োগের সিদ্ধান্ত নিতে চলেছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে দুই ফরম্যাটে অস্ট্রেলিয়ার নাস্তানাবুদ হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছিলো তাদের বর্তমান কোচ ল্যাংগারের ভবিষৎ নিয়ে। কিন্তু নিজের দলকে টি -২০ চ্যাম্পিয়ান করার পর সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়ে।
এরই মধ্যে বক্সিং ডে টেস্টের দিন হঠাত্ই ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হোকলির একটি মন্তব্য চাঞ্চল্যের সৃষ্টি করে। তিনি বলেন, ল্যাঙ্গারের চুক্তি শেষ হচ্ছে। অ্যাসেজে শেষ হলে আমরা এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। প্রসঙ্গত, অ্যাসেজের পর পাকিস্তান সফর। তার আগেই কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নিক হোকলি। সূত্রের খবর, তিন ফরম্যাটে তিন কোচের পরিকল্পনা রূপায়ন হলে বর্তমান কোচ ল্যাঙ্গারের দায়িত্বে থাকতে পারে শুধু মাত্র টেস্ট ফরম্যাটের।