গর্ভপাত নিয়ে টুইট করায় চাকরি হারালো ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মহিলা কর্মী
কলকাতা টাইমসঃ
গর্ভপাত নিয়ে সমালোচনা করার কারণে চাকরিচ্যুত করার অভিযোগ এনেছেন অ্যাঞ্জেলা উইলিয়ামসন নামের ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মহিলা কর্মী। জানা যাচ্ছে, চলতি বছরের জুন মাস পর্যন্ত তাসমানিয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন লিয়াঁজো কর্তা হিসেবে কর্মরত ছিলেন ওই তরুণী।
তিনি বলেন, গর্ভপাত নিয়ে একটি টুইট করেছিলাম। যে কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়। তাসমানিয়ার একমাত্র গর্ভপাতের ক্লিনিকটিও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তা নিয়ে অস্ট্রেলিয়ার নারী অধিকার রক্ষা কমিটির কর্মীরা ব্যাপক সমালোচনা শুরু করেছেন। তবে সরকারের দাবি, তাসমানিয়ায় ওই ক্লিনিকটি চলছে না। চাকরিচ্যুত করার প্রতিবাদে ওই নারী ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। তিনি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্যও প্রস্তুত বলে জানিয়েছেন।