November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

মাইক্রোচিপ লাগিয়ে স্মার্ট হবে ক্রিকেট বল !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

বিরত আধুনিক হচ্ছে ক্রিকেট। যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন প্রযুক্তি সামিল হচ্ছে ক্রিকেটের সঙ্গে। সেই পথ ধরেই এবার আধুনিকতার ছোঁয়া পাচ্ছে ক্রিকেট বল। এবার মাইক্রোচিপ সঙ্গে নিয়ে আসছে নতুন ক্রিকেট বল। অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা কুকাবুরা একটি নতুন বল আনতে চলেছে। সেই বলের পেটে থাকবে মাইক্রোচিপ।

আগামী বিগ ব্যাশে এই বল প্রথম উঠতে পারে কোনো বোলারের হাতে। ভবিষ্যতে সব ধরণের ক্রিকেটেই এই বল ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাদের। গতির রকমফেরের পরিসংখ্যান জানান দেবে এই বল। বল ছাড়ার সময়ের গতি, বাউন্স করার আগের গতি এবং বাউন্স করার পরের গতি, এই সমস্ত তথ্যই পাওয়া যাবে। এমনকি ডিআরএস’র এবং এলবিডব্লিউ’র ক্ষেত্রে আম্পায়ারদের আরো নিখুঁত করবে এই বল। সন্দেহজনক ক্যাচের ক্ষেত্রেও সাহায্য পাওয়া যাবে এই বল থেকে।

Related Posts

Leave a Reply