ক্রমশ ঝাপসা হয়ে আসছে ক্রিকেট – কপিল দেব
কলকাতা টাইমসঃ
‘বাণিজ্যিক বাহারি লিগের দৌরাত্ম্যে টেস্টসহ প্রথাগত ক্রিকেট ক্রমশ ঝাপসা হয়ে আসছে’ -এমনটাই মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেব। কপিল মনে করেন আইপিএল, বিগব্যাশের মতো কয়েকটা লিগ থাকতে পারে; তবে সব দেশই যদি লিগ আয়োজন করে, তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের বাইরে আর কোন আন্তর্জাতি ক্রিকেট ম্যাচ হবে না।
কপিল জানান, ‘ক্রমশ বিবর্ণ হতে থাকা এই ঐতিহ্যশালী খেলাটাকে রক্ষা করার দায়িত্ব আইসিসির।’ তাঁর মতে বর্তমান ক্রিকেট ইউরোপীয় ফুটবলের পথে হাঁটছে। কেবল চার বছরে একবার বিশ্বকাপের সময় ছড়া তারা আর দেশের বিরুদ্ধে খেলে না। কপিলের প্রশ্ন, আমরাও কী সেই পথেই আগাচ্ছি? কেবল বিশ্বকাপেই দেশে দেশে খেলা হবে আর বাকিটা সময় চলবে ক্লাব ক্রিকেট?’