ক্রিকেটের আইন নিয়ে বসছে বিশেষ পর্যাচলানা: কারণ বিশ্বকাপের বিতর্কিত ওভার-থ্রো !
কলকাতা টাইমসঃ
বিশ্বকাপের বিতর্কিত ওভার থ্রো। যা নিয়ে তোলপাড় হয় বিশ্ব ক্রিকেট। এবার ক্রিকেটের এই ধরণের নিয়মকানুন নিয়ে পর্যালোচনায় বসতে চলেছে মেরিলিবোর্ণ ক্রিকেট ক্লাব বা এমসিসি। আগামী মাসেই বসছে এই বৈঠক।
একটু দেখে নেওয়া যাক সেদিন, ১৪ জুলাই বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের ২৪২ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ডিপ মিড উইকেটে বল পাঠিয়ে ২ রানের জন্য দৌড় শুরু করেন বেন স্টোকস। সেই সময় মার্টিন গাপটিলের থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে ওভার থ্রোর ফলে বাউন্ডারির হয়ে যায়। আম্পায়ার কুমার ধর্মসেনা ও মরিস ইরাসমাস তখন ৬ রান দেন।
খেলা সেদিন গড়িয়েছিলো সুপার ওভারে। সেদিনের আম্পায়ার কুমার ধর্মসেনার একটা ভুলেই কি বিশ্বকাপ হাতছাড়া হলো নিউজিল্যান্ডের? পরে ভুল স্বীকার করলেও অনুতপ্ত ছিলেন না ধর্মসেনা। এই সমস্ত বিষয় নিয়েই আলোচনায় চলেছে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি।