লকডাউনে এই ২০ শতাংশ শিশুর সাথে যা হয়েছে জানলে শিউরে উঠবেন
গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশে শিশু মৃত্যুর হার ১৯ শতাংশ বেড়ে গেছে। জানা গেছে, গত এক বছরে ইংল্যান্ডে শিশু নির্যাতনের গুরুতর ঘটনা ঘটেছে ৫৩৬টি। আগের বছর এই সংখ্যা ছিল ৪৪৯টি।
পাঁচ বছর আগের তুলনায় ইংল্যান্ডে শিশু নির্যাতনের গুরুতর ঘটনা বেড়েছে ৪১ শতাংশ। গত বছর শিশু নির্যাতনের যে ঘটনা সামনে এসেছে, তার মধ্যে ৩৬ শতাংশের বয়স এক বছরের কম।
স্থানীয় সরকার (এলজিএ) বলছে, শিশু নির্যাতন বেড়ে যাওয়ার এই ঘটনা দুঃখজনক এবং বেশ উদ্বেগের। করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনে থেকে পরিবারের লোকজন মানসিকভাবেও চাপে ছিল। সে কারণে এ ধরনের ঘটনা বেড়েছে বলে মনে করছে তারা।