অপরাধী বটগাছ: বন্দী ১২১ বছর !
কলকাতা টাইমসঃ
গায়ে জড়ানো রয়েছে শিকল। বুকে আটা পোস্টার ‘আমাকে গ্রেফতার করা হয়েছে’। বন্দী। তবে মানুষ নয়, গাছ! না, কোনো প্রতীকী আন্দোলন নয়। বাস্তবেই ১২১ বছর ধরে এভাবেই বন্দী রয়েছে একটি বটগাছ! পাকিস্তানে পেশোয়ারের ঘটনা। কিন্তু কি তার অপরাধ?
জানা গেছে, ব্রিটিশ শাসনকালের ১৮৯৮ সালে লান্ডি কোটাল সেনা ক্যান্টনমেন্টে এই গাছটিকে গ্রেফতার করা হয়েছিল। শোনা যায়, ব্রিটিশ সেনা অফিসার জেমস স্কোয়াইড নেশার ঘোরে দেখতে পান, বটগাছটি তার দিকে তেড়ে আসছে। সঙ্গে সঙ্গে তার হুকুমে অ্যারেস্ট করা হয় গাছটিকে।
তখন থেকেই নাকি শিকলে বাঁধা রয়েছে বেচারা বটগাছ। ব্রিটিশ শাসনের অবসান ঘটে। এখনও সেই বটগাছে একটি বোর্ড ঝুলছে। তাতে লেখা ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’। দুনিয়ার বিরলতম অপরাধী বটগাছ হয়ে দর্শনীয় একটি বিষয় হয়ে থেকে গেছে সেটি।