ক্রিশ্চিয়ানো রোনাল্ডো = হ্যাট্রিক + হাফসেঞ্চুরি
নিউজ ডেস্কঃ
চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সময় পার করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যার ছোঁয়া এবার দেখা গেল লা লিগাতেও। রবিবার জিরোনাকে নিয়ে একাই বিধ্বস্ত করলেন সিআরসেভেন। স্যান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার একাই ৪টি গোল করেন তিনি। আর তাতেই নতুন এই মাইলস্টোন স্পর্শ করেন এই তারকা ফুটবলার।
এদিন ম্যাচের ১১ মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৪৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি। ৬৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করলেন রোনালদো। আর ম্যাচের ইনজুরি টাইমে টনি ক্রুজের ক্রস থেকে নিজের ৪ নম্বর আর রিয়ালের ৬ নম্বর গোলটি করলেন সিআরসেভেন।
জিরোনার বিরুদ্ধে রবিবার ৬৪ মিনিটেই কেরিয়ারের ৫০তম হ্যাটট্রিকটি করে ফেলেন ক্রিশ্চিয়ানো। লা লিগায় এটি রোনাল্ডোর ৩৪তম হ্যাটট্রিক। রিয়ালের জার্সিতে ৪৪তম হ্যাটট্রিকটি করলেন এদিন। পর্তুগালের জার্সিতে ৫টি হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো। আর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে একটিমাত্র হ্যাটট্রিক করেছেন ৩৩ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার। এই নিয়ে ৯ বার কোনও ম্যাচে চারটি করে গোল করলেন রোনাল্ডো। শুধু তাই নয় ২টি ম্যাচে ৫টি করে গোল করেছেন সিআরসেভেন। রবিবার লা লিগায় জিরোনাকে ৬-৩ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।