ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচের দাম বেড়ে গেলো তিনগুন!
কলকাতা টাইমসঃ
ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মাদ্রিচকে দলে ভেড়াতে চেয়েছিল ইন্টার মিলান। কিন্তু রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের নতুন ঘোষণায় হতাশই হতে হয়েছে ইন্টারকে। তিনি তিন গুণ দাম হাঁকিয়েছেন মাদ্রিচের। পেরেজ জানিয়েছেন, মাদ্রিচকে নিতে হলে রিলিজ ক্লজ হিসেবে ৮৭০ মিলিয়ন ডলার দিতে হবে।
রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে উল্লেখযোগ্য অবদান ছিল মাদ্রিচের। সে জন্য বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বলও জিতেছিলেন ৩২ বছর বয়সী ক্রোয়েশিয়ান অধিনায়ক। বিশ্বকাপ শেষ হওয়ার পর অনেক খেলোয়াড়ই ক্লাবে যোগ দিয়েছেন। তবে আগামী সপ্তাহ পর্যন্ত ছুটিতে রয়েছেন মাদ্রিচ। রিয়ালের সঙ্গে মাদ্রিচের চুক্তি ২০২০ সালের জুন পর্যন্ত। পেরেজ বলেছেন, ‘৮৭০ মিলিয়ন ডলার পরিশোধ করলেই কেবল মাদ্রিচ রিয়াল ছাড়তে পারে।’