ভয়ঙ্কর অপরাধীদের সামলানোর দায়িত্বে কুমির
কলকাতা টাইমস :
নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি কিংবা চোরাচালানের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের জন্যে একটি গোটা দ্বীপে কারাগার বানিয়ে তা কুমির দিয়ে পাহারা দেয়ার প্রস্তাব করা হয়েছে ইন্দোনেশিয়ায়। আর এই প্রস্তাব করেছেন দেশটির একটি সংস্থার প্রধান বুদি ওয়াসেসো। মি. ওয়াসেসো বলেন, অনেক সময় কুমির মানুষের চেয়ে ভালোভাবে পাহারা দিতে পারে, কারণ এদেরকে ঘুষ দেয়া যায় না। তিনি আরও বলেন, সবচেয়ে মারাত্মক কুমির খুঁজে বের করতে তিনি দ্বীপ-রাষ্ট্রটির বিভিন্ন এলাকা সফর করবেন। পৃথিবীর যেসব দেশে খুব কঠোর কিছু আইন রয়েছে, ইন্দোনেশিয়া তার মধ্যে একটি। দেশটিতে নির্দিষ্ট কিছু পণ্য সংক্রান্ত মামলায় চার বছর ধরে মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ থাকলেও ২০১৩ সালে এই বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়। মি. ওয়াসেসো ইন্দোনেশিয়ার একটি স্থানীয় ওয়েবসাইটকে বলেন, একটি দ্বীপ-কারাগার বানানোর পর আমরা যত বেশী সম্ভব কুমির সেখানে রাখবো। “আপনি কুমিরকে ঘুষ দিতে পারবেন না। আপনি বন্দীদেরকে পালাতে দিতে এদেরকে বলতে পারবেন না।“ দ্বীপ-কারাগার বানানোর পরিকল্পনাটি অবশ্য এখনো খুবই প্রাথমিক অবস্থায় আছে। কোথায় এটি হবে বা কবে এটি খুলে দেয়া হতে পারে তা এখনো ঠিক করা হয়নি।