November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা সফর

বরফে মোড়া গুলমার্গে ‘স্কিয়িং’ শিখতে পর্যটকদের ভিড়

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রফে মোড়া গুলমার্গে পর্যটকদের লাগামছাড়া ভিড়। শীতের শেষলগ্নে মূলত ‘স্কিয়িং’ শিখতেই সেখানে ভিড় করছেন দেশ বিদেশের পর্যটকরা। জানা যাচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত প্রবল তুষারপাতের কারণে জম্মু-কাশ্মীরের গুলমার্গ সাদা গালিচায় পরিণত হয়। প্রায় ৮ ফুট উঁচু হয় বরফে আচ্ছাদিত থাকে এই নয়নাভিরাম পর্যটনক্ষেত্র। যার ফলে স্কিয়িং এর জন্য বর্তমানে আদর্শ জায়গা ভারতীয় এই উপত্যকা।

ঠিক এই সময় গুলমার্গে আয়োজন করা হয় স্কিয়িং প্রশিক্ষণ শিবিরের। পর্যটকরা এই অভিজ্ঞতা অর্জনের সুযোগ হাতছাড়া করতে চান না। তাই বহু পারদর্শী স্কি রাইডারদের পাশাপাশি শিক্ষানবিষরাও এই সময় ভিড় করে এখানে।

Related Posts

Leave a Reply