আর্মেনিয়ান সেনাবাহিনীতে যোগ দিতে তরুণীদের ভিড়
কলকাতা টাইমসঃ
আর্মেনিয়ান সেনাবাহিনীতে যোগ দিতে তরুণীদের ভিড়। দিনকয়েক ধরেই নিজেদের মধ্যে ভয়ংকর যুদ্ধে অবতীর্ন হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়া। আজারবাইজানকে সামরিক সহায়তায় এগিয়ে এসেছে তুরস্ক, পাকিস্তান সহ আরও কিছু বন্ধু রাষ্ট্র। সেই তুলনায় কিছুটা পিছিয়েও বিনা যুদ্ধে জমি ছাড়তে রাজি নয় আর্মেনিয়া।
মধ্য এশিয়ার এই ভয়াবহ পরিস্থিতিতে এবার নিজের দেশকে রক্ষা করতে এগিয়ে আসছেন ঝাঁকে ঝাঁকে তরুণী। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের এক রিক্রুটমেন্ট সেন্টারে বেশকিছু মহিলাকে ভিড় করতে দেখা যায়। জানা যাচ্ছে, ইতোমধ্যেই ৯৮ জন তরুণীকে ফ্রন্টলাইনে গ্রাউন্ড জিরোতে পাঠানো হয়েছে। চ্যানেলে রয়েছেন আরও প্রায় ৪০০ তরুণী।