স্পর্শকাতর এলাকায় স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না সিআরপিএফ জওয়ানরা
কলকাতা টাইমসঃ
স্পর্শকাতর এলাকায় স্মার্টফোন নিয়ে ডিউটি করতে পারবেন না আধাসামরিক বাহিনীর জওয়ানরা। দেশের অভ্যন্তরীণ তথ্য সুরক্ষিত রাখতে সিআরপিএফ জওয়ানদের ওপর এই নতুন নিষেধাজ্ঞা বলবৎ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
নির্দেশিকায় বলা হয়েছে, স্পর্শকাতর এলাকায় কর্মরত অবস্থায় আর স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না নিরাপত্তাবাহিনীর সদস্যরা। যদি কেউ এই ধরণের ফোন নিয়ে কাজে যোগ দিতে আসেন তাহলে তা নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে। কাজের শেষে সেই ফোন নিয়ে বাড়ি ফিরতে পারবেন তারা। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে নয়া নির্দেশিকায়।