January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আইসক্রিমের সঙ্গে আঙ্গুল ফ্রি পেলেন চিকিৎসক…

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভাবা যায়! মনের সুখে আইসক্রিম খেতে বসেছেন৷ সবে খাওয়া শুরু করেছেন আর দেখতে পেলেন ভেতরে একটা আস্ত আঙুল তাও মানুষের৷ কোনও সিনেমার গল্প নয় বাস্তবে এক চিকিৎসকের এমনই অভিজ্ঞতা হল৷ জানা গিয়েছে মুম্বইয়ের এক চিকিৎসক ইয়াম্মো আইসক্রিম কোম্পানির বাটারস্কচ কোন অর্ডার করেন অনলাইনে৷ সেই আইসক্রিম খেতে গিয়েই এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে হয় ডাক্তারকে৷ তিনি স্থানীয় থানায় ওই নমুনা নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেছেন৷ অনলাইনে শেয়ার করা এক ছবিতে দেখা গিয়েছে, কোন আইসক্রিমের ভিতর থেকে মানুষের আঙুলের টুকরো বেরিয়ে আছে৷ তিনি বলেন, প্রথমে তো ভেবেছিলাম বাদাম৷ ভাগ্যিস গিলে ফেলিনি৷ একটি ভিডিও বার্তায় ডঃ সেরাও বলেন, আমি একজন ডাক্তার৷ তাই শরীরের অংশ সম্পর্কে ভালোভাবে জানি৷ খুব যত্ন নিয়ে দেখে বুঝতে পারি ওটা আসলে মানুষের নখ, যার নীচের দিকে আঙুলের দাগও স্পষ্ট ছিল৷ যতদূর সম্ভব ওটা বুড়ো আঙুল ছিল৷ ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে একটি বরফের প্যাকেটে ওই নমুনা নিয়ে মালাড পুলিশের কাছে অভিযোগ করেন৷ ইয়াম্মো কোম্পানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ৷ খাদ্যে ভেজাল এবং মানবজীবনকে বিপদে ফেলার মামলা দায়ের হয়েছে৷ ওই টুকরোটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷

Related Posts

Leave a Reply