January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

‘দানা’ তেই থরহরি কম্প বাংলাদেশ থেকে শুরু করে বাংলা   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ‘দানা।’ এই মুহূর্তে এটি রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। পাড়া দ্বীপ থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ও সাগরদ্বীপ থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এটি। এর প্রভাবে সকাল থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ বুধবার থেকেই উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হবে। বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। রাত থেকে দুর্যোগ বাড়বে। সঙ্গে বাড়বে বৃষ্টির দাপটও। এই সময় ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।

শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে দানা। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকালের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পুরী ও সাগর দ্বীপে মাঝে আছড়ে পড়বে। এর প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে উপকূলের জেলাগুলিতে। এই সময়ে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Related Posts

Leave a Reply