কি হয় কি হয় ! আম্ফানের ‘গোদের ওপর বিষফোঁড়া’ গতি
কলকাতা টাইমস :
করোনা-আম্ফান সবেতেই নাজেহাল ভারত। একদিকে করোনায মৃত্যু মিছিল। অন্যদিকে কয়েকমাস পর শুকোয় ঘূর্ণিঝড় এমফানের ঘ। সব মিলিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ। এরই মধ্যে নতুন ঘূর্ণি ঝড় কোড নাড়ছে ভারতের দোরগোড়ায়। গতি নামক এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ, ওড়িশার ওপর দিয়ে ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে। জারি হতে পারে জরুরি সতর্কতা।
তবে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য আশার কথা শুনিয়েছে আলীপুর আবহাওয়া দপ্তর । এই ঘূর্ণিঝড়ের কারণে বাংলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা কম থাকবে বলেই জানা গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবও কম পড়বে এ রাজ্যে । তবে এর জেরে ঠিক পূজার আগে বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায় ।
আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার অন্ধ্র, ওড়িশা, আন্দামান উপকূলে সমুদ্র উত্তাল থাকবে । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে । তবে ভারি বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে নেই বলেই জানা গেছে । তবে বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।