ঘূর্ণিঝড় ‘হ্যানা’ মাটি ফুঁড়ে বের করে আনলো ৪ হাজার বছরের পুরোনো জঙ্গল !
কলকাতা টাইমসঃ
ঘূর্ণিঝড়ের দাপটে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো চার হাজার বছরের পুরোনো একটি জঙ্গল! জানা যাচ্ছে ফসিল হয়ে যাওয়া জঙ্গলটি ব্রোঞ্জ যুগের। দক্ষিণ-পশ্চিম ব্রিটেনের ওয়েলসে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। গত ২২ মে সেখানে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হ্যানা। তার পরই সমুদ্র তীরবর্তী বর্থ এবং আনিস্লাস গ্রামের মধ্যবর্তী তিন-চার কিলোমিটার এলাকা জুড়ে ওই জঙ্গলের সন্ধান মেলে। হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে আসা ওই জঙ্গল নিয়ে হইচই পড়ে যায় সর্বত্র।
ওই জঙ্গলে শিকড়-বাকড় সমেত বহু গাছের অবশিষ্ট অংশকে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কোন কোন গাছের উপর আবার ঘাসের আস্তরণও চোখে পড়েছে। এই জঙ্গল নিয়ে মানুষের মধ্যে বেশ কৌতূহল তৈরী হয়েছে। তাদের কথায়, জঙ্গলের পাশাপাশি ওই এলাকায় জনবসতিও ছিল। ছিল চাষযোগ্য উর্বর জমিও। ডুবে যাওয়া ওই জঙ্গলে পাইন, ওক, বার্চ-এর মতো গাছ ছিল বলে ধারণা করা হচ্ছে।