January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

শিক্ষা নেই আমফান-এ : ইয়াসে তছনছ পশ্চিমবঙ্গে ৬৬ বাঁধ

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
০২০ তে আসা ঘূর্ণিঝড় আম্প্যানে ঠিক এভাবেই ভেঙে গিয়েছিল বাঁধ।  কিন্তু সেই ঘটনা থেকে যে বিন্দুমাত্র শিক্ষা হয়নি প্রশাসনের তার প্রমান ‘ইয়াস’ এর ক্ষয়ক্ষতি। । ভারতের ওড়িশায় আছড়ে পড়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ভারতের পশ্চিমবঙ্গের দুই জেলায় ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ৬৬টি বাঁধ ভেঙে গেছে। এই ভাধগুলি যে আগে মেটামটির দরকার ছিল তা দেখিয়ে দিয়েছিল আমফানই। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে ৫১টি ও দক্ষিণ ২৪ পরগনায় ১৫টি বাঁধ ভেঙেছে। আজ বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতথ্য জানিয়েছেন। জানা গেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ১১ লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনে আরো মানুষকে নিয়ে আসা হবে। তিন লাখ কর্মী ইয়াস মোকাবেলায় নেমেছেন।

মমতা বলেছেন, ‘বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। নদীবাঁধ ক্ষতিগ্রস্ত। দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বাঁধ ভেঙেছে। পূর্ব মেদিনীপুরে ৫১টি বাঁধ ভেঙেছে। দিঘা থেকে অনেক লোককে সরানো হয়েছে। দেড় লাখ লোককে সরানো হয়েছে। আরো লোক সরানোর চেষ্টা চলছে। জেলাশাসক করোনা আক্রান্ত। সেই অবস্থাতেও কাজ করছেন। কলকাতায় পানি ও বিদ্যুৎ সরবরাহ এখনও নিরবচ্ছিন্ন। তবে ভরা কোটালের জন্য কী হবে জানি না। মোট সাড়ে ১১ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। ভরা কোটালের জন্য বাংলায় ক্ষতি বেশি হবে। প্রত্যেক বছর বিপদ হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড়। সরকার নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধান থাকুন। ৭-৮ ঘণ্টা সতর্ক থাকতে হবে।

Related Posts

Leave a Reply