November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নেহেরু সম্পর্কে বিরূপ মন্তব্য করে দুঃখপ্রকাশ দলাই লামার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু সম্পর্কে মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন দালাই লামা। দিনকয়েক আগে তিনি নেহরুকে ‘আত্মকেন্দ্রিক’ বলে সমালোচনা করেছিলেন। পরে তিনি বলেন, আমার মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। যদি কোনো ভুল কিছু বলে থাকি, তাহলে আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দালাই লামা মন্তব্য করেছিলেন, ভারতবর্ষ একটি অখণ্ড দেশ থাকত, যদি মহাত্মা গান্ধীর পছন্দকে গুরুত্ব দিয়ে জওহরলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রীর পদটি ছেড়ে দিতে রাজি হতেন মুহাম্মদ আলি জিন্নাহকে।

তিনি এ ব্যাপারে বলেন, আমি যখন জানতে পারি, গান্ধীজী পার্টিশনের বিপক্ষে ছিলেন, অত্যন্ত মর্মাহত হয়েছিলাম। পাকিস্তানের থেকেও ভারতে মুসলমানের সংখ্যা অনেক বেশি। কিন্তু, অতীত তো অতীতই। এই বিতর্কের সূত্রপাত গোয়াতে। শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই একজন প্রশ্ন করেন, কীভাবে নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো নেওয়া যায়। কীভাবেই বা, জীবনের চলার পথে ত্রুটি এড়ানো যায়?

উত্তরে দালাই লামা বলেন, মহাত্মা গান্ধী চেয়েছিলেন প্রধানমন্ত্রী হোক মুহাম্মদ আলি জিন্নাহ। কিন্তু, নেহরু তা চাননি। তিনি স্বার্থপর ছিলেন। তিনি বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী হতে চাই। ভারত ও পাকিস্তান আজও অখন্ডই থাকত, যদি নেহরুর বদলে প্রধানমন্ত্রী হতেন জিন্নাহ। পন্ডিত নেহরু জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। কিন্তু, ভুল তো হয়েই যায়। তিনি আরো বলেছিলেন, দায়িত্বটা তোমাদের নিজের কাঁধেই নিতে হবে। প্রশ্ন কর, বিশ্লেষণ কর, তার পর সিদ্ধান্ত নাও।

Related Posts

Leave a Reply