কন্যা টিভি দেখে পুজোর আরতি শিখছে: রাগে টিভি ভাঙলেন আফ্রিদি !  – KolkataTimes
May 9, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

কন্যা টিভি দেখে পুজোর আরতি শিখছে: রাগে টিভি ভাঙলেন আফ্রিদি ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মেয়ে টিভি দেখে পুজোর আরতি করা শিখছে। রাগে টিভিটাই ভেঙে দিয়েছিলেন প্রাক্তন পাকিস্তানী ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি। ক্রিকেটারদের মধ্যে হিন্দু বিদ্বেষী মনোভার নিয়ে পাকিস্তান এখন তোলপাড়। এরই মধ্যে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের হিন্দু পুজো আর্চা সম্পর্কে এমন বিদ্বেষমূলক আচরণ নিয়ে নতুন করা আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে উঠেছে।

ভিডিও ক্লিপটি মূলত ২০১৭ সালের ২৪ মার্চের। পাকিস্তানি একটি টিভি চ্যানেলের ‘গুড মর্নিং পাকিস্তান’ নামক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আফ্রিদি। সেই অনুষ্ঠানে হিন্দুদের পুজো আরতি নিয়ে প্রবল ব্যঙ্গ বিদ্রুপ করতে দেখা যায় তাকে। আফ্রিদি সঞ্চালককে বলেন, আমাদের এখানে স্টার প্লাসের সিরিয়ালগুলো চলতো খুব। আমি বাচ্চাদের টিভি দেখা পছন্দ করি না। একদিন দেখি, আমার মেয়ে টিভি দেখে হাত কেমন ঘোরাচ্ছিল।’

আফ্রিদি বেশ কয়েকবার ব্যঙ্গাত্মক সুরে হাত ঘুরিয়ে পূজার আরতির কথা বোঝানোর সময় হেসেই খুন হয়ে যান উপস্থাপক নিদা ইয়াসির। এটি ছিলো পূজার আরতি। আফ্রিদি তখন বলেন, ‘জানি না আমার কী হল তখন। আমি আমার হাতের ধাক্কায় দেয়ালের মধ্যেই টিভি আছড়ে ভেঙে ফেললাম।’

Related Posts

Leave a Reply