মাঠে ফিরেই বিধ্বংসী ডেভিড ওয়ার্নার !
কলকাতা টাইমসঃ
শেষ ব্যাট হাতে নেমেছিলেন বিপিএলে। অস্ট্রেলিয়ার প্রাক্তন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্ট চলাকালীন ইনজুরির কবলে পড়েন ওয়ার্নার। ফলে টুর্নামেন্টের মাঝপথ থেকেই দেশে ফিরে যেতে হয় তাঁকে। প্রায় দেড় মাস পর সুস্থ হয়ে আবারও মাঠে ফিরেছেন ওয়ার্নার। ফিরেই ব্যাট হাতে নিজের ভয়ঙ্কর রূপ দেখালেন তিনি। ৭৭ বলে করলেন ১১০ রান।
নিজের শহর নর্থ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটে র্যান্ডউইক পিটারশামের হয়ে খেলতে নামেন ওয়ার্নার। প্রতিপক্ষ ছিলেন পেনরিথ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৩ রান করে পেনরিথ। জবাবে ব্যাট হাতে ভয়ঙ্কর রূপ নেন ওয়ার্নার। ৪টি চার ও ৭টি ছক্কায় নিজের ১১০ রানের ইনিংসটি সাজান তিনি। ওয়ার্নার রান পেলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দলের অন্যান্য ব্যাটসম্যানরা। তাই ২১৯ রানে অলআউট হয় ওয়ার্নারের র্যান্ডউইক পিটারশাম।
গত বছরের মার্চে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল টেম্পারিং-এর কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বছরের জন্য স্মিথ এবং ওয়ার্নারকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে। চলতি মাসের ২৮ তারিখ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে তাঁদের।