January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ক্রমশ ছেটে ফেলা হচ্ছে দাউদের ডানা, গ্রেপ্তার দাউদ সঙ্গী ফারুক তাকলা 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ক্রমশ ছেটে ফেলা হচ্ছে দাউদের ডানা। ছোটা শাকিলের পর এবার আরও এক দাউদ ঘনিষ্টকে গ্রেপ্তার করলো ভারতীয় গোয়েন্দারা। দুবাইয়ে সিবিআই-এর জালে ধরা পড়ল দাউদ ঘনিষ্ঠ কুখ্যাত গ্যাংস্টার ফারুক তাকলা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৫টা ৩০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানে তাকলা ও সিবিআই আধিকারিকরা মুম্বই পৌঁছেছে। তাকে বিশেষ টাডা আদালতে পেশ করা হবে।

১৯৯৩ সালে মুম্বই সিরিয়াল ব্লাস্টের পর দাউদ ও তার দলবলের সঙ্গেই ভারত ছাড়ে ফারুক তাকলা। জানা যাচ্ছে, দীর্ঘ দিন ধরে দুবাইয়ে বসে দাউদ ইব্রাহিমের দুনিয়া জোড়া অপরাধ নেটওয়ার্ক পরিচালনা করত এই তাকলা। তার বিরুদ্ধে খুন, অপহরণ, মুক্তিপণ নেওয়ার মতো অভিযোগ রয়েছে। মুম্বই সিরিয়াল ব্লাস্টের ঘটনাতেও অন্যতম অভিযুক্ত ফারুক তাকলা। দুবাইয়ের মাটিতে তাকলাকে গ্রেফতার করা এবং ভারতে নিয়ে আসার পিছনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে।

Related Posts

Leave a Reply