টাকা রাখার জায়গা পাচ্ছেন না দাউদ ইব্রাহিম !
কলকাতা টাইমসঃ
বর্তমানে করাচির বাসিন্দা দাউদ ইব্রাহিম। সেখান থেকেই তিনি তার মাফিয়া সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তান স্টক এক্সচেঞ্জে বিপুল টাকা বিনিয়োগ করেছেন দাউদ। ড্রাগ চোরাচালান, অস্ত্র ব্যবসা, জাল নোটের কারবার থেকে আসা বিপুল টাকা বিনিয়োগ করার জায়গা খুঁজে পাচ্ছে না ডি কোম্পানি। ফলে সেই টাকা ঢালা হচ্ছে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে।
বর্তমানে লন্ডনের জেলে বন্দি দাউদ সঙ্গী জাবির মোতি। দাউদ ইব্রাহিমের ৫টি কোম্পানি চালায় এই জাবির। সবকটিই পাকিস্তান স্টক এক্সচেঞ্জ এর নথিভূক্ত। এছাড়াও পাকিস্তানের হাবিব ব্যাংকের একাধিক কোম্পানিতে বিনিয়োগ করে দাউদ। প্রসঙ্গত, জাভেদ মিয়াঁদাদ একসময় ছিলেন হাবিব ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি আবার দাউদের বেয়াই।