February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নিলাম হয়ে গেলো মুম্বাইয়ে দাউদ ইব্রাহিমের বসত বাড়ি ‘মসুল্লা বিল্ডিং’  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বাড়িটি যেকোনও সময়ে ভেঙে পড়ার মতো অবস্থায় ছিল। ফলে বসবাস তো দূর অস্ত, এর নিচ দিয়ে হেঁটে যাওয়াও ছিল বিপজ্জনক। দক্ষিণ মুম্বাইয়ের ডোংরিতে নিলাম হয়ে গেল দাউদ ইব্রাহিমের এই বাড়িটি। সাড়ে তিন কোটি টাকায় পুরনো বাড়িটি কিনে নিল সাইফি বুরহানি আপলিফ্টমেন্ট ট্রাস্ট (এসবিইউটি)।

স্মাগলিং অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস‌্ অ্যাক্ট-এর অধীনে বাড়িটির নিলাম ডাকে ভারতীয় অর্থ মন্ত্রক। বুরহানি ট্রাস্ট আগেও দাউদের অন্য তিনটি সম্পত্তি নিলামে কিনেছে। এবার কিনল মসুল্লা বিল্ডিং। এখন বাড়ির নাম এটাই। অতীতে নাম ছিল দাউদের মায়ের নামে‚ আমিনা ম্যানসন।

ট্রাস্ট ছাড়াও নিলামে অংশ নিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ভূপেন্দ্র কুমার ভরদ্বাজ এবং হিন্দু মহাসভা। ন্যূনতম দর ঠিক হয়েছিল ৮০ লাখ টাকার কাছাকাছি। ভরদ্বাজ সর্বাধিক ১ কোটি ৯১ লাখ টাকা দর দিয়েছিলেন। শেষ অবধি সাড়ে তিন কোটি টাকায় নিলামে হাতবদল হয়ে গেল মসুল্লা বিল্ডিং, দাউদ ইব্রাহিমের শৈশবের বাড়ি।

Related Posts

Leave a Reply