সারা জীবনের সঞ্চয় দিয়ে নিজের মূর্তি গড়লেন এক দিনমজুর !
কলকাতা টাইমসঃ
তামিলনাড়ুর সালেমের আত্থানুরপাট্টি গ্রামের বাসিন্দা নালাথাম্বি নামের এক ব্যক্তি।ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, তার অনেক নাম ডাক হবে। তার মূর্তি স্থাপন হবে রাস্তার পশে। বড়োহয়ে নামডাক না হলেও মূর্তি তৈরির স্বপ্ন ভুলতে পারেননি তিনি। ঠিক করলেন নিজেই নিজের মূর্তি স্থাপন করে যাবেন। সপ্রতি তার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিলো। তামিলনাড়ুর ভাজাপিদ–বেলুড় রোডের পাশে ১০ লক্ষ টাকা দিয়ে একটি জমি কেনেন তিনি। এরপর ১ লক্ষ টাকা খরচ করে সেখানে নিজেরই একটি মূর্তি স্থাপন করেন।
জানা গেছে, একসময় রাজমিস্ত্রীর কাজ করতেন নালাথাম্বি নামের ওই ব্যক্তি। হঠাৎই একদিন পরিবার পরিজনকে ছেড়ে নিরুদ্দেশের পথে পাড়ি দেন। এরপর জীবনধারণ করতে কাগজকুড়ানোর কাজ শুরু করে সে। যদিও রাজমিস্ত্রীর কাজ করতে করতেই তার টাকা জমানোর শুরু। তিল তিল করে সেই টাকার অংক একদিন গিয়ে দাঁড়ায় ১১ লাখে। সেই টাকায় নিজের পুরনো স্বপ্নপূরণের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।