November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

এই ইনজেকশনে মৃত ব্যক্তিও মনে হবে জীবিত তাও একটানা ৩২ দিন!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
একটি কৃত্রিম সিরিঞ্জ আছে যেটি বাম বগলে ঢুকিয়ে দিলেমৃত রোগীও মনে হবে জীবিত আছেএবং শ্বাস গ্রহণ করছে! এমনই সতর্কবার্তা ফেসবুক পেজের মাধ্যমে প্রচার কছেন ফারহানা কবির নামে এক চিকিৎসক। তিনি একটি ছবি সংযুক্ত করে তার উক্ত পেজে লেখেন: ‘আই,সি,ইউ,তে যদি আপনাদের কোন রোগী থাকেআর তিনি যদি মারা যানতাহলে হাসপাতাল থেকে শব চেক করে আনবেন। দেখে নেবেন দেহের বাম বগলে কোনো ছোট্ট ছিদ্র আছে কি নাসেটি ভালো করে খেয়াল করুনযদি ছিদ্র থাকেতাহলে প্রশাসনের সাহায্য নিন। কেন নাআপনারা হয়তো গরুকে ইনজেকশন দেওয়ার সিরিঞ্জ দেখে থাকবেনঠিক তেমনি একটি কৃত্রিম সিরিঞ্জ আছেযা বাম বগলে ঢুকিয়ে দিলেমৃত রোগীও মনে হবে জীবিত আছেএবং শ্বাস গ্রহণ করছে। আপনাদের পরিশ্রমের টাকাবিনা কারণে কেউ ভোগ করুকতা আমি চাই না। একটি সিরিয়াস রোগীকে একদিন আই,সি,ইউ,তে রাখতে প্রচুর টাকা লাগেআর এই কৃত্রিম সিরিজ দিয়েকমপক্ষে ২৮ থেকে ৩২ দিন একজন রোগীকে আটকানো খুবই ইজি।
ডাক্তার ফারহানা কবির এর এই পোস্টটি তার ফেসবুক পেজ থেকে এ যাবত ১৭,৪০৩ বার শেয়ার হয়েছে। তবে তার এই অভিযোগের বক্তব্য নিয়ে অনেকেরই দ্বিমত রয়েছে। এ নিয়ে ফেসবুকে পক্ষে বিপক্ষে চলছে আলোচনা আর সমালোচনা। আর এসব কারণেই ভাইরাল হয়েছে এই স্ট্যাটাসটি।

Related Posts

Leave a Reply