‘প্রিয় প্রধানমন্ত্রী ইমরান খান সাহেব’ -একের পর এক মেইল আসছে এই বলিউড অভিনেতার কাছে!
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন ইমরান খান। অন্যকিকে একই নামের একজন বলিউড অভিনেতা ইমরান খান। আর এই নামের কারণেই তিনি পড়েছেন মহা বিপাকে।
‘প্রিয় প্রধানমন্ত্রী ইমরান খান সাহেব’ শিরোনামে একের পর এক ই-মেইল আসছে তাঁর কাছে। এবং এই কারণে ভীষণ বিব্রত এই ‘জানে তু ইয়া জানে না’র অভিনেতা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে এমন একটি ‘খান সাহেব’ মেইলের স্কিনশট শেয়ারও করেছেন তিনি।