অভিশপ্ত জাহাজ ‘ডায়মন্ড প্রিন্সেস’ এ শুরু মৃত্যু মিছিল
কলকাতা টাইমসঃ
শেষ পর্যন্ত মৃত্যু মিছিল শুরু হলো ‘ডায়মন্ড প্রিন্সেস’ নামক সেই অভিশপ্ত জাহাজে।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ওই জাহাজের দুই যাত্রীর। আশি উর্ধ দুই যাত্রীই জাপানের বাসিন্দা বলে জানা গেছে। মৃতদের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা। এই ঘটনার পর বাকি রোগীদের এখন আতঙ্ক গ্রাস করেছে।
উল্যেখ্য, জাহাজের ৩,৭০০ যাত্রীর মধ্যে ৬৫০ জনই করোনায় আক্রান্ত। জাহাজের ১৬০ জন ভারতীয় ক্রু মেম্বারদের মধ্যে ৩ জন এই ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। জাপানের ইয়োকোহোমা বন্দরের কাছে এখনও কোয়ারেন্টাইন করে রাখা রয়েছে ওই প্রমোদতরী। জাহাজে দ্রুত ছড়াচ্ছে ভাইরাস আক্রান্তের সংখ্যা।