মৃত্যুদন্ড স্থগিত কুলভূষণ যাদবের, বিশ্বমঞ্চে জয় ভারতের
কলকাতা টাইমসঃ
মৃত্যুদন্ড স্থগিত কুলভূষণ যাদবের। আন্তর্জাতিক আদালতে জয় ভারতের। আজ বুধবার নেদারল্যান্ড আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলার রায় দেন বিচারক। সেখানেই পাকিস্তানকে পরিষ্কার জানিয়ে দেন কুলভূষণের মৃত্যুদণ্ডাদেশের পুনর্বিবেচনা করতে হবে। শুধু তাই নয়, পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মীদের, কুলভূষণের সঙ্গে দেখা করতে দিতে হবে।
প্রয়োজনে তার জন্য আইনজীবী নিয়োগ করতে পারবে ভারত। আগের রায় পুনর্বিবেচনা না করা পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারবে না পাকিস্তান। এই মামলার সবচেয়ে উল্যেখযোগ্য বিষয় হলো এই রায়ের ক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের ১৫ জন বিচারপতি ভারতের পক্ষে রায় দেয়। পাকিস্তানের পক্ষে ভোট মাত্র একটি।