দুঃসহ : ১৩০ ডিগ্রিতে জ্বলছে ‘ডেথ ভ্যালি’
আমেরিকার দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, ডেথ ভ্যালি এতটা তাপমাত্রায় পৌঁছল ১০৮ বছর পর। ১৯১৩ সালের ১০ জুলাই ডেথ ভ্যালির তাপমাত্রা ছিল ১৩৪ ডিগ্রি ফারেনহাইট বা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীতে আধুনিক সভ্যতার ইতিহাসে সেটাই ছিল কোনও জায়গায় সবচেয়ে বেশি তাপমাত্রা। তবে পরে ১৯৩১ সালে তিউনিসিয়ার কেবিলির তাপমাত্রা কয়েক দিনের জন্য পৌঁছেছিল ১৩১ ডিগ্রি ফারেনহাইট বা ৫৫ ডিগ্রি সেলসিয়াসে।