January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

সমুদ্রের গভীরে ড্রোন তৈরির চেষ্টা চালাচ্ছে আমেরিকা !  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মুদ্রের গভীরে এবার ড্রোন তৈরির চেষ্টা চালাচ্ছে আমেরিকা। যেভাবে সামরিক ক্ষেত্রে চীন ও রাশিয়া শক্তিশালী হয়ে উঠছে, তা ক্রমশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চালেঞ্জ হয়ে উঠছে। আর সেই কারণেই এই ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে মার্কিন নৌবাহিনী।

মার্কিন বার্ড কলেজের সেন্টার ফর স্টাডি অব দ্যা ড্রোনের সহ-পরিচালক আর্থার হোলান্ড মাইকেল দাবি করেছেন, চীন ও রাশিয়ার সঙ্গে আমেরিকার উত্তেজনা ক্রমশই বাড়ছে। দেশ দু’টির বিশাল নৌবাহিনী রয়েছে আর এই অবস্থায় নৌজগতে চালকহীন প্রযুক্তি ব্যবহারের আগ্রহও স্বাভাবিক ভাবেই বেড়ে চলেছে। আগামী ৩০ বছরের মধ্যে নৌড্রোন পুরো মাত্রায় ব্যবহারের উপযোগী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আগামী আর্থিক বছরে নৌড্রোন উন্নয়ন খাতে ৩১ কোটি ৯০ লাখ ডলার ব্যয় করার প্রস্তাব দিয়েছে মার্কিন নৌবাহিনী। জলের তলা থেকে শত্রু জাহাজ শনাক্ত এবং অনুসরণের কাজ করবে এই ড্রোন। আকাশ থেকে ড্রোন যত সহজে তথ্য প্রেরণ করতে পারে জলের তোলা থেকে তা সম্ভব নয়। নৌড্রোনকে ব্যাপক হারে ব্যবহার করতে চাইলে এ ক্ষেত্রে আরো উন্নতি ঘটাতে হবে।

 

Related Posts

Leave a Reply