দাউদকে খুন করার দায়িত্ব দীপিকাকে দিলো বলিউড

নিউজ ডেস্কঃ
‘পদ্মাবত’ বিতর্ক শেষ না হতে হতেই আরেকটি বিতর্কের জন্য যেন নিজেকে তৈরি করে ফেলেছেন দীপিকা পাড়ুকোন। তবে এবার আর কোনও ঐতিহাসিক চরিত্র নয়, বরং রিয়েল লাইফ ‘লেডি ডন’ স্বপ্না দিদির চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
দাউদের এক অনুচরের স্ত্রী ছিলেন স্বপ্না দিদি। দাউদের কারণেই মৃত্যু হয় সেই অনুচরের। তারপর থেকেই দাউদকে খুন করার নানা পরিকল্পনা করতে থাকেন স্বপ্না দিদি। ছিলেন পুলিশের ইফরমারও৷ এমনকী, শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখার সময়ই ডনকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। তবে সে পরিকল্পনা সফল হয়নি। নির্মমভাবে হত্যা করা হয় স্বপ্নাকে। এখনও সেই নৃশংসতার উদাহরণ আজও আন্ডারওয়ার্ল্ডে মনে করা হয়।
এমনই এক গল্পকে নিয়েই ছবি তৈরি করতে চলেছেন পরিচালক বিশাল ভারদ্বাজ। আর এই ছবিতেই স্বপ্না দিদির চরিত্রে দেখা যাবে দীপিকাকে। দীপিকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিশাল খুব সুন্দর করেই চরিত্রটাকে সাজিয়েছেন। তাই এই চরিত্র করার জন্য হ্যাঁ করতেই হল ৷’