November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

দীপিকার ২৪ বোতল অ্যাসিড কেনায় শিউরে উঠবেন   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে খোলা বাজারে এসিডের খরিদ-বিক্রি হয় তা দেখালেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। অ্যাসিড হামলা রুখতে কড়া নির্দেশিকা দিয়েছে দেশের শীর্ষ আদালত। তারপরেও সুপ্রিম কোর্টের নির্দেশকে তোয়াক্কা না করে আজও এদেশে দেদার বিকোচ্ছে অ্যাসিড। গোটা দিন বিভিন্ন জায়গায় ঘুরে খুব সহজেই ২৪ বোতল অ্যাসিড কিনে ফেললেন অভিনেত্রী।

সমাজের স্বার্থে এবং সকলকে সচেতন করতেই একটি বিশেষ ভিডিও বানিয়েছে দীপিকার টিম ‘ছপক’। যে ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন সাজে বেরিয়ে ‘ছপক’ টিমের বেশকিছু জন সদস্য বিভিন্ন দোকান থেকে অ্যাসিড কিনছেন। যারা এই অ্যাসিড কিনছেন তাদের খুব কম ক্ষেত্রেই বিক্রেতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অ্যাসিড বিক্রি করছেন দোকানদাররা। গোটা ভি়ডিওতে মাত্র একজন বিক্রেতাকে ক্রেতার কাছ থেকে পরিচয়পত্র জমা রাখতে বলা হয়। বাকিরা সহজেই অ্যাসিড কিনে ফেলেন। পুরো বিষয়টি দেখে হতবাক দীপিকা।

এই ভিডিও বার্তায় দীপিকা বলেন, যদি আমাদের দেশে অ্যাসিড বিক্রি না হত, তাহলে হয়ত এত মহিলাকে অ্যাসিড হামলার শিকারও হতে হত না।  তার কথায়, ‘অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো প্রস্তাবে কোনো মহিলা না বললে তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারা হয়। কিংবা কেউ আপনাকে বিরক্ত করছে আর আপনি তার প্রতিবাদে মুখর হলেন, অথবা নিজের অধিকারের জন্য লড়ছেন, এমন নানান ঘটনায় মহিলাদের অ্যাসিড হামলার শিকার হতে হয়। অথচ এই অ্যাসিড যদি কিনতেই না পাওয়া যেত, তাহলে হয়ত এত ভয়ঙ্কর ঘটনা ঘটত না। ‘দেখুন গোটা ভিডিওতে দীপিকা অ্যাসিড বিক্রি নিয়ে দেশের বর্তমান পরিস্থিতি কীভাবে তুলে ধরেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দীপিকার ছবি ‘ছপক’-এ অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ঘটনা তুলে ধরা হয়েছে। একটি হামলা দিল্লি মধ্যবিত্ত পরিবারের এই মেয়ের জীবনটা বদলে দিয়েছিল। তবে সেদিনের সেই ঘটনা আজও লক্ষ্মীর জীবনে বিভীষিকা।

Related Posts

Leave a Reply