জনগণের আর্থিক সাচ্ছন্দ প্রদানে বিলম্ব: ক্ষমা চাইলেন ইতালির প্রধানমন্ত্রী
কলকাতা টাইমসঃ
করোনা পরিস্থিতিতে দেশের মানুষকে আর্থিক সাচ্ছন্দ দিতে বিলম্ব হওয়ায় জনগগনের কাছে ক্ষমা চাইলেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোতঁ। আজ শুক্রবার তিনি জানিয়েছেন, মানুষের সাহায্যের জন্য বরাদ্দ ৫০ বিলিয়ন ইউরো দিতে কিছুটা দেরি করে ফেলেছে তার সরকার।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানান, ‘আমি সরকারের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আমি নিজেকে আপনাদের জায়গায় রেখে ভেবে দেখেছি আপনারা কী ধরণের অবস্থার মধ্যে রয়েছেন।’ তবে লকডাউন শিথিল হলেও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার অনুরোধ করেন ইতালির প্রধানমন্ত্রী।