November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

স্মার্টফোন থেকে ডিলিট হওয়া মেসেজ-ভিডিও আবার ফেরত আনা যায়, এভাবে ….

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
পনি যদি ভুল করে কোন জরুরি মেসেজ, ছবি, ভিডিও ডিলিট করে ফেলেছেন মোবাইল থেকে। এই ভুলের জন্য নিজেকে মনে মনে অনেক বকা-ঝকা করে থাকেন। আর চিন্তা করতে থাকেন যে কীভাবে এগুলো আবার ফিরিয়ে আনা যায়। সে জন্য হয়তো আপনার রাতের ঘুমও হারাম হয়ে যাচ্ছে! এবার আর কোনো চিন্তা নেই খুব সহজেই ডিলিট করা ফাইল ফিরিয়ে আনা যাবে!

জেনে নিন কিভাবে করবেন-

যদি আপনার মোবাইলের সমস্ত মেসেজ ভুলবসত মুছে যায় যা ছিল আপনার জন্য একান্ত প্রয়োজনীয়। তাহলে আপনার দ্রুত পদক্ষেপ নেয়া দরকার।

Screenshot_1

১। KING ROOT দিয়ে রুট করে নিন। প্রথম বার root করতে ব্যর্থ হলে আবার চেষ্টা করুন হয়ে যাবে।
২। GT Recovery সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
৩। ROOT ACCESS চাইলে ACCEPT করুন।
৪। READ SMS এ ক্লিক করুন।
৫। Start new scan এ ক্লিক করুন।
৬। Call log,photo,contact,whats app,messenger ও অন্যান্য ফাইল রিকভার করতে পারবেন।

Screenshot_2

ALL STEPS IN ENGLISH
INSTALL KING ROOT AND ROOT THE PHONE.
INSTALL GT Recovery,open and accept root access
Open GT Recovery and click on ‘Read sms’
Wait until show 100%
(King Root, GT Recovery)

Related Posts

Leave a Reply