ছাড়া পেয়েও জেল থেকে বেরোতে পারলেন না কেজরি, জামিনের নির্দেশে সাময়িক স্থগিতাদেশ হাইকোর্টের
কলকাতা টাইমস :
শুক্রবার দিনের শুরুতেই হাইকোর্ট জানিয়ে দিল, যতক্ষণ না ইডির আনা নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর আবেদনের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগের নির্দেশ স্থগিত থাকবে। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আম আদমি পার্টির নেতাকে জামিন দিয়েছিল। সেই হিসেবে আজ, শুক্রবার সন্ধ্যারাতের মধ্যে কেজরির মুক্তি প্রায় নিশ্চিত হয়ে উঠেছিল। কথা ছিল তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল তিহার জেল থেকে মুক্ত করে স্বামীকে নিয়ে ঘরে ফিরবেন। কিন্তু, এদিন সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।
রাউস অ্যাভিনিউ আদালত আবগারি দুর্নীতি মামলায় সরকারি অর্থ তছরুপের অভিযোগের তদন্তে গ্রেফতার হওয়া আপ নেতাকে ১ লক্ষ টাকার বন্ডে জামিনের নির্দেশ দিয়েছিল। জামিনের নির্দেশ তিহার জেলে পাঠানোর বন্দোবস্তও পাকা হয়ে গিয়েছিল। কিন্তু এদিকে ইডি ওই নির্দেশ স্থগিতাদেশ চেয়ে এবং বেলবন্ডে স্বাক্ষরের জন্য ৪৮ ঘণ্টা সময় দাবি করেছিল, যাতে তার মধ্যে উচ্চ আদালতে ওই রায়কে চ্যালেঞ্জ জানাতে পারে সরকারপক্ষ।