আন্টার্কটিকার ওয়েডেল সাগরে ভেসে বেড়াচ্ছে দিল্লি !
কলকাতা টাইমসঃ
আন্টার্কটিকার ওয়েডেল সাগরে ভেসে বেড়াচ্ছে দিল্লি ! অবাক হচ্ছেন? আসলে গোটা একটি দিল্লি শহরের সমান হিমবাহ ভেসে বেড়াচ্ছে আন্টার্কটিক মহাসাগরের একাংশে। জানা যাচ্ছে, গত ১৬ ফেব্রুয়ারি ১৫০ মিটার উঁচু একটি আইস ব্রান্টের অংশ ভেঙেই এই হিমবাহের উৎপত্তি হয়।
এ-৭৪ নামের এই হিমবাহটির আয়তন ১২৭০ বর্গ কিলোমিটার। যা দিল্লি শহরের সমান। বিশেষজ্ঞদের আশংকা, যদি মহাসাগরে ভাসতে ভাসতে এই হিমবাহটি কোনো দুর্বল আইস সেলফে ধাক্কা খায়, তখন তার তার আয়তন হবে ১৭০০ বর্গ কিলোমিটারের কাছাকাছি।