এখানে এমন অবস্থা যে ৫০ শতাংশ সরকারি কর্মচারীকেই কাজে আসার নির্দেশ
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বুধবার সকাল ৯টায় বাতাসে দূষণের সূচক ছিল ৪২৪। শহরের তাপমাত্রা মরসুমের সর্বনিম্নে চলে এসেছে। ভোরের দিকে তা ১১.২ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে। তবে সামান্য হলেও বাতাসের দূষণ মঙ্গলবার থেকে কিছুটা হলেও কমেছে। তবে এখনও তা তীব্র আকারেই রয়েছে। গতকাল, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ সূচক ছিল ৪৬০। এদিন সকাল ৯টার সময় তা ৪২৪-এ নেমে এসেছে।
আবহাওয়া দফতরের সংবাদ অনুযায়ী ঘন ধোঁয়াশায় এদিনও ছেয়ে ছিল উত্তর ভারতের আকাশ। বেলা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সফদরজঙ্গ এলাকা দৃশ্যমানতা ৫০০ মিটারে নেমে আসে। পালাম এলাকায় তা ছিল ৬০০ মিটার।
বাতাসের মান খুবই খারাপ অবস্থায় থাকায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পর এবার দিল্লি সরকারি দফতরে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজের নির্দেশ দিল আম আদমি পার্টির সরকার। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বুধবার সকালে এক এক্সবার্তায় জানান, রাজ্য সরকারি অফিসগুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে। বাকি অর্ধেক বাড়ি থেকে কাজ করবেন। এর আগে সরকার বিভিন্ন সরকারি অফিসে কাজের সময়ে রদবদল এনেছিল।